Ami Tomay Valobashi Jogote Hoiachi Doshi Lyrics by ONTORAY

Song : ONTORAY

Band : Shobdo Kobi

Album : Folk Rock


Ami Tomay Valobashi Jogote Hoiachi Doshi Lyrics


আমি তোমায় ভালোবাসি,
জগতে হইয়াছি দোষী।
না পাইয়া তবু খুশি।
তোমার ছবি রাখলাম অন্তরায়।
তোমার সাথে প্রেম করিয়া,
হইলাম কতো অপমান। 

মিষ্টি মিষ্টি কথা কইয়া,
আমার সাথে প্রেম যে করিলা।
এখন কেনো যাও ভুলিয়া 
তোমার ছবি রাখলাম অন্তরায়।
তোমার সাথে প্রেম করিয়া,
হইলাম কতো অপমান।

জাতি কুলমান সবি গেলো,
এখন শুধু বাকি প্রাণ।
তোমার সাথে প্রেম করিয়া,
হইলাম কতো অপমান।
না না না নানানা…