Bibagi Song By Rinku Bangla Lyrics ( বিবাগী )
আমারে যদি তুমি করিলে বিবাগী
বন্ধুদের করো কাঁনা।
কি করে মুখ দেখাবো তাদের ও কাছে2
ঘটনা আছে যাদের জানা।ঐ
ভাবের ও নামে যে কান্ড করিলে
এমন কি কেউ করে২
প্রেম নদীতে ডুবাই কি কেউ মরার আগে মারে২
প্রথম প্রথম দেখেছি যেমন
এখন দেখি বন্ধু কাঁনা।ঐ
আমারে যদি তুমি করিলে বিবাগী
, বন্ধুদের করো কাঁনা।
বুকের ও মাঝে দুঃখের খনি
নয়ন হইলো নালা।২
বৃক্ষের ও নাই এতো পাতা
আমার যত জ্বালা।
প্রেম রসিতে বান্ধিয়া তোমার
স্বভাব হইলো বন্ধু টানা।
আমারে যদি তুমি করিলে বিবাগী
বন্ধুদের করো কাঁনা।
কি করে মুখ দেখাবো তাদের ও কাছে
ঘটনা আছে যাদের জানা।


0 মন্তব্যসমূহ