Onek Bhalobashi Lyrics (অনেক ভালোবাসি) Mahtim Shakib & Eshika
Song Information :
Song: Onek Bhalobashi - অনেক ভালোবাসি
Singer: Mahtim Shakib & Humaira Eshika
Lyric: Robiul Islam Jibon
Tune & Music: Adib Kabir
Label: Dhruba Music Station
অনেক ভালোবাসি লিরিক্স - মাহতিম সাকিব & ঈশিকা :
মনের ভেতর রেখে তোমার,
অনেক ভালোবাসি
কত শত বাহানাতে
তোমার কাছে আসি
একটু করে তাকাও যদি
বুকে বহে সুখের নদী
তুমি নামের স্বপ্ন শ্রোতে
নিত্য আমি ভাসি
মনের ভেতর রেখে তোমার,
অনেক ভালোবাসি
কত শত বাহানাতে
তোমার কাছে আসি
ইচ্ছেগুলো ইচ্ছে করে
তোমার কাছে হেরে যাই
দেখা দিলে কথা হলে
মায়া আরো বেড়ে যাই
স্বর্গ যেন ডাকে তুমি,
থাকলে পাশাপাশি।
মনের ভেতর রেখে তোমার,
অনেক ভালোবাসি
কত শত বাহানাতে
তোমার কাছে আসি
গল্পগুলো গল্প ছলে
তোমার কাছে যেতে চাই
রাত্রি ভোরে বাহুডোরে
তোমায় শুধু পেতে চাই
স্বর্গ যেন ডাকে তুমি,
থাকলে পাশাপাশি।
মনের ভেতর রেখে তোমার,
অনেক ভালোবাসি
কত শত বাহানাতে
তোমার কাছে আসি।। (২ বার)
Onek Bhalobashi Lyrics By Mahtim Shakib & Humaira Eshika :
Moner bhetor rekhe tomar
Onek bhalobasi
Koto shoto bahanate
Tomar kache asi
Ektu kore takao jodi
Buke bohe sukher nodi
Tumi namer shopno srote
Nitho ami bhasi
Icchegulo icche kore
Tomar kache here jai
Dakha dile kotha hole
Maya aro bere jai
Shargo jeno dake tumi,
Thakle pasapasi.


0 মন্তব্যসমূহ