Tumi Amar Emoni Ekjon Lyrics by Kanok Chapa  :

Tumi Amar Emoni Ekjon Song Is Sung by Kanok Chapa from Anondo Osru Bangla Movie. Starring: Salman Shah, Shabnur & kanchi. Song Lyrics in Bangla written by Ahmed Imtiaz Bulbul.

Song : Tumi Amar Emoni Ekjon
Movie: Anondo Osru
Singer : Kanok Chapa
Lyric & Music : Ahmed Imtiaz Bulbul
Director : Shibli Sadik
Producer : Nurul Islam Raz
Production : Kollol Chitrakotha
Label : Anupam

Tumi Amar Emoni Ekjon Song Lyrics In Bengali :

তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন,
একজনমের ভালবাসা, একজনমের কাছে আসা
একজনমের ভালবাসা, একজনমের কাছে আসা
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষন।
তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন।

ভালবাসার সাগর তুমি..
ভালবাসার সাগর তুমি বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি..
তবু পিপাসাতে আঁখি হয়রে ছল ছল
হয়রে ছল ছল,
তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ,
বিরহে মরণ।
তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন।

প্রাণের প্রদীপ হয়ে তুমি..
প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো..
কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ,
এত বড় ঋণ,
আমার ভালবাসার ফুলে তোমার
ভরাব চরণ, ভরাব চরণ।

তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন,
একজনমের ভালবাসা, একজনমের কাছে আসা
একজনমের ভালবাসা, একজনমের কাছে আসা
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষন।
তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন।